চকচকে মেয়েটি
      সুনিতা নাম তার,
এক কথা মুখেতে
      আসে তার বার বার!
চিকচিকে চামড়ার
      মুখখানি মিষ্টি--
ঝিকঝিকে জামা আর
      জ্বলজ্বলে দৃষ্টি!
একদিন পাশে বসি
      ধীরে ধীরে মোকে কয়,
'মনের মানুষ কেন
      একেবারে ভোলা নয়?'
ইচ্ছাটি করে তায়
      ভালো করি দেখতে,
বহুকিছু অজানা
      তার থেকে শিখতে!
উত্তর পেয়ে সে
      নিজ ঘরে চলে যায়,
তারপর এক চিঠি
      লিখে বসে আমা হায়!
চৌদ্দ থেকে সে
      মোকে ভালোবাসতে
আঠারোয় পৌঁছোয়
      মোর পানে আসতে!
একদিন বলি আমি
      কাছেতে ডাকি তায়,
মানুষের মতো হয়ে
      দাঁড়াও নিজের পায়!
আমার চেয়েও ভালো
      অন্য কেউ আসবে,
আমার চেয়েও ভালো
      বেশি করে বাসবে!
তোমার প্রেমের স্রোতে
      হর্ষেতে ভাসবে,
সারাটা জীবন ধরে
      গভীর ভালোবাসবে!
তবুও মোকে লয়ে
      নানা ছবি এঁকে যায়,
তার ছবি কে যে আঁকে
      আজও তা বোঝা দায়!

-------------সমাপ্ত::::::::::::::

14ই আশ্বিন,1422