বৈশাখ-জৈষ্ঠ্য গেল চলে
      এল সিক্ত আষাঢ় মাস,
নামবে এবার বরষণধারা
      সবার মনেতে এমনই আশ!
সবুজরা সব উঠবে জেগে
      থাকবে না আর বদ্ধ ঘরে,
উঁচিয়ে শির দুলবে বায়
      ইচ্ছিবে যেতে আকাশ 'পরে!
মাতৃহৃদয় গিয়াছে ফাটি--
      হয়েছে টুকরো টুকরো খান,
তাই তো অদূরে আসিবার তরে
      বরষণ বায় মেলায় তান!
প্রখর তাপে অধিক জলাশয়
      বারি বিহনে যায় শুকায়ে,
জলচররা মরেছে ঠায়--
      গিয়েছে তারা বিদায় নিয়ে!
গ্রীষ্মের প্রখর তপ্ত তাপে
      মেদিণীর কায়া গেছে ঝিমি,
এবার বুঝি স্বাচ্ছন্দতা
      মা মৃণ্ময়ীকে যাবে চুমি!
তৃষায় সবার কণ্ঠ ফাটে
      মাঠ-ঘাট-খাল-বিল---চারিধার,
জল বিহনে--বারি বিহনে
      সবার জীবনে আজ হাহাকার!
ঝিরিঝিরি রূপে অম্বুকণা
      নামবে এবার ধরায় আসি,
মিটাবে সকল তৃষ্ণা--পীপাসা
      সবার বদনে দানবে হাসি!
আর দেরি নাই ওই অদূরে--
      ওই ওই ওই ওই দেখা যায়,
সবুজে সবুজ হবে এবার
      সুন্দর রূপ দানবে মায়!
নীলে সবুজ উঠুক জেগে
      নৃত্যিয়া আসুক চরিতার্থতা--
যাক টুটি সব জ্বালা-যন্ত্রণা
      বাঁচুক সবাই,পাক সার্থকতা!

:::-:::-:::সমাপ্ত:::-:::-:::-:::-

30শে আশ্বিন,1411