''শুধু তোমাকেই ভালোবাসি''
        এই শ্রুতিমধুর ধ্বনি
আজও আমার কানে বাজে,
         কোথায় সে কী জানি!

কোথায় সে দাঁড়িয়ে আজ--
       কাঞ্চণ,হিমালয়ের চূড়ে,
নাকি ধরিত্রীর গর্ভেতে সে
       উঠবে আমার সামনে ফুঁড়ে;

নাকি ছুটে চলেছে সে
      নদীর বিরাট খর টানে,
গা ভাসিয়ে সুর মিলায়
      নদীর মধুর কলতানে!

"শুধু তোমায় ভালোবাসি"--
         এই অদ্বিতীয় বাকখানি,
হাজার স্মৃতি জুগিয়ে দেয়
         কোথা হতে যে আনি!

যে-দিকে তাকাই সবাই বলে
        "তোমায় শুধু ভালোবাসি
তোমার হৃদয়ে আপনার হূদয়
         অনায়াসে লইব গো মিশি"!

তা বলে কি পম্পা সবাই
      তা কী করে গো হয়,
এখনও পম্পা আছে বুঝি
      তেঁতুলিয়ার শাড়াপুরে নিশ্চয়!

সে যাই হোক চারিধারে
       শুনি সেই একই ধ্বনি,
এ তো পম্পার কণ্ঠ নহে
       কেমনে লই এদের মানি!

-------------সমাপ্ত--------------