ওই দেখা যায় অদূরে সেতু
        এবার দেবো আকাশ পাড়ি,
কার দয়াতে হঠাৎ করি
        সেতুখানি যে উঠল গড়ি!

কত রকম রঙ করেছে
      সুন্দর ওই সেতুর 'পরে,
এত বড়ো কঠিণ কাজ
      সামান্য একটু সময় ধরে!

চলো সবাই হতে যে হবে
        ওই বায়ুময় শূণ্যতা পার,
আকাশ আমায় ডাকছে শুধু
        কণ্ঠ ফেটে যাচ্ছে যে তার!

এই সর্বনাশ! কী যে হল--
        পড়ল বুঝি সেতুটি ধসে!
আকাশপানে দেবো পাড়ি
        এবার আমি চড়বো কিসে!

সুন্দর এটি--সত্য এটি
      স্থিতি এর চির সত্য নয়,
ক্ষণস্থায়ী সেতুর 'পরে
      কেমন করে উঠবো হায়!

কোন হিংসুটে হিংসা করি
       সেতুখানি দিল ওই ভেঙে,
কত সুন্দর ধাপে ধাপে গো
       পৃথ্বীপানে এসেছিল হায় নেমে!

কোথায় গেল সেতুখানি হায়
       চোখেতে না মেলে গো আর,
আমরা দু'জন দুই দিকেতে
       তাই তো শুধু করি হাহাকার!

------------সমাপ্ত---------------
21শে আষাঢ়,1413