দুরন্ত-ছুটন্ত জোয়ার যেই গেল
        থামি,
বিশাল নদী হইল এক শান্ত
        পুষ্করিণী!
কচি কচি ঢেউয়ের ছানা দুটি তীরের
         পানে,
সৃষ্টি তাদের শান্ত দুপুরের মৃদু-শান্ত
         পবনে!
ছুটে আসে তীরের পানে মেশে গিয়ে
         বালুকায়,
যে আসে সেই-ই আসে ফিরে না আর
          যায়!
বিশ্রামরত নদীর মাঝে দৃশ্যখানি শুধু
          দেখি,
ভাবি হাজার রঙ-বেরঙের কবিতাগুলি
          লেখি!
ছন্দে ছন্দে নৃত্যি তারা ভিড়ে নদীর
          তটে,
কবিতা হয়ে দেয় যে ধরা আমার
          অক্ষিপটে!
এমন করি বসিয়া মোর কিয়ৎক্ষণ
           যায়,
দেখি,নৌকা চলছে ছুটে নদীর খর
          ভাটায়!

-------------------যবনিকা------
5ই বৈশাখ,1412