পূব আকাশে উঠলো ফুটে
      সোনার রবির আলো,
মুছে গেল একটু আগেই
      তিমির রাত্রির কালো!

নিদ্রাচ্ছন্ন সবুজ ধরা
      মেলিল আবার আঁখি,
উদার নীলে ডানা মেলি
      উড়ে যায় নানান পাখি!

গোরুর পাল চলছে মাঠে
       লম্বা-বাঁকা শিং নাড়ি,
কত মানুষ কাজিছে সদা
       ছাড়িতেছে আপন বাড়ি!

শুরু হয়েছে যেথায় প্রত্যুষ
       সেথায় যে সকল কাজ,
লইবে সবাই আবার বিশ্রাম
       নামলে গো ধরায় সাঁঝ!

------------যবনিকা-------------
3রা বৈশাখ,1412