একদা আমি বাহির হলেম
            প্রেমের অভিসারে,
উত্তমাঙ্গ মোর ঝুঁকিয়া পড়ে
            ইহার দু:সহ ভারে!
    লাভিলাম ইহার আপন তনু
    যাহার তরে ভ্রমিয়া গেনু,
এখন কেন কষাঘাত হায়
            আমার শীর্ষের 'পরে!
একদা আমি বাহির হলেম
            প্রেমের অভিসারে!


অভিসার মোর সাঙ্গ হল--
         হল মোর অমূল্য পাওয়া,
অপাদমস্তক অনুভবিলাম
         শান্ত-মধুর দখিনা হাওয়া!
    এখন অনুভবি শুধুই তপ্ততা,
    তীব্র আভার এক প্রখরতা
এখন শুধু মোর বিরহার্ণবে
       সদাই যে হতেছে নাওয়া!
অভিসার মোর সাঙ্গ হল--
       হল মোর অমূল্য পাওয়া!


এখন আমি হই যে বাহির
         যেথায় আমার চিত্ত নাচে,
হরষে পুলকে হৃদখানি মোর
         কখনও আবার মরিয়া বাঁচে!
    কিছুই যে মোর হয়নি সারা,
    হয়সম কাল যায় যে ত্বরা,
বাস্তব তো হারিয়েছি হায়
        নৃত্যি সদাই আপন আঁচে!
এখন আমি হই যে বাহির
        যেথায় আমার চিত্ত নাচে!


------------- সমাপ্ত--------------------
30/01/'17