চলার পথ হোক না মধুর
          তবুও তাতে থাকবে কাঁটা,
যতই নদী উঠুক ফুলে
        তাতে কিন্তু হবেই ভাটা!
    স্বপ্ন যতই সুখের হোক
    তাতে তো রবেই শোক
মানবজীবন দুর্লভ জনম
        সুখ-দু:খে সদা আঁটা
চলার পথ হোক না মধুর
        তবুও তাতে থাকবে কাঁটা!


শত প্রয়াসেও পথের কাঁটা
         হয় না সহজে অপসারণ,
তাই তো হৃদি কেঁপে ওঠে
         বিচলিত হয়ে ওঠে মন!
   হাজার সতর্কেও কণ্টকজ্বালা
   জীবনখানি যে হয় হেলাফেলা
জীবনে শুধু যুদ্ধ আহব
         যুঝিতে জীবন শুধুই রন!
চেষ্টা করেও পথের কাঁটা
         হয় না সহজে অপসারণ!


তবুও প্রয়াস করিতে হবে
       অপসারিতে বীথির তীক্ষ্ণ কাঁটা,
জীবননদে আনো গো জোয়ার
       রেখো না মনে ওই শেষ ভাটা!
    জীবনযুদ্ধে তো যুঝিতে হবে
    তবেই হৃদি স্বস্তি গো লবে
হার-জিত তো  মানবের তরে
        জিততে তো হবে হারবে ক'টা!
তবুও প্রয়াস করিতে হবে
        অপসারিতে বীথির তীক্ষ্ণ কাঁটা!


---------------সমাপ্ত---------------