চাই না ত্যাজিতে এ-বসনখানি
        মলিন হতে ঢের তো দেরি,
তাই নিও না গো বসন কেড়ে
        করপুটে তোমায় প্রণাম করি!
     মলিন হলে ছাড়বো বসন
     এত ত্বরা ক'রো না হরণ--
তোমায় যাচি এমন ভিখ
       এ-হৃদয়ে গো মোর ভক্তি ভরি!
চাই না ত্যাজিতে এ-বসনখানি
       মলিন হতে ঢের তো দেরি!


জানি আমায় টুটিতে হবে
        আমার এ-দুর্লভ বসনখানি,
কিন্তু, এ নবীন বসন
         কী করে এত শীঘ্র দানি!
  এ-বসনের রঙিন আভায়
  কত পুলক দানিবে আমায়
কিন্তু,এত ত্বরা খুলিলে বসন
        হইবে যে মোর সম্মানহানি!
জানি আমায় টুটিতে হবে
        আমায় এ-দুর্লভ বসনখানি!


বস্ত্র মলিনের দাও গো সময়
         তারপরেতে লইও এ কাড়ি,
অনেক কাজ আছে বাকি মোর
         মোর সনে প্রভু করো না আড়ি!
     বুঝিতে না চাই নারীর স্বাদ
     ওটা মোর জীবন থেকে বাদ
এ ছাড়াও তো অধিক কার্য--
          কতকিছু যে লইব গো গড়ি!
বস্ত্র মলিনের দাও গো সময়
          তারপরেতে লইও এ কাড়ি!


--------------------সমাপ্ত----------------------------
-----------------------------------------------------