কে গো তুমি বলছো এসে
         বাসো আমায় গভীর ভালো,
বললে আমায় হৃদয়ে মোর
         জ্বালবে তুমি প্রেমের আলো?


কী গো তোমার নামটি হায়
         কিবা তোমার বল পরিচয়?
কত দিবস এমন করি
         যাচ্ছ  ভালোবেসে আমায়?


স্বপ্না নামে প্রেয়সী তুমি
         বললে কোথায় গো বাড়ি?
বালিগঞ্জ! তা বেশ ভালো
         লইবে আমার মনটা কাড়ি?


আমি পড়ে আছি বাঁধা এক
          তোমার মতো রূপসীর জালে,
বুকের মাঝে ধড়াস করে
          গেলে সে একটু অন্তরালে!


কেমন করে দেই বলো তো
          তোমার এমন ভালোবাসার দাম,
তোমার নামটি লিখতে নারি
          মুছে দিয়ে তার অবিনশ্বর নাম!


কী বললে? ঠিক শুনেছো
           আমা হতে সে আজ বহু দূর,
তবুও আমি পাই শুনিতে
            তার নূপুরের সেই বিচিত্র সুর?


সে নেই তাই আসন খালি
          তা বলে তুমি বসতে পারো না,
একটি মন মোর,একটি হৃদয়
           দু'জনকে তা দিতেই পারি না!


তার অবর্তমানে খালি থাক আসন
          তুমি এখন যাও গো ফিরে,
মাপ কর,কর ক্ষমা আজ
           নিলাম তোমায় অস্বীকার করে!


যদি কোনো দিন ফিরে না আসে
            থাকবে পড়ে তার আসন খালি,
তোমার বসার নাই অধিকার
            যতই মোকে দাও গো গালি!


----------------------সমাপ্ত---------------------------
------------------------------------------------------