কত এল কত যে গেল
        আমাকেও তো যেতে হবে,
নিয়তির বাধ্য এ- জগত
        অবাধ্য বল কে আর হবে!
     সারিবদ্ধ আজ যে মোরা
     এগিয়ে চলেছি শীঘ্র ত্বরা
একদিন হঠাত সাঙ্গ হব
         সবাই সেদিন পরিপাটি রবে!
কত এল কত যে গেল
         আমাকেও তো যেতে হবে!


বিদায় লয়েও আমি যেন
          সবার মাঝে ভ্রমিতে পারি,
বাঁচিতে সাধ মানবমাঝে---
          এই ভুবনে মরিতে নারি!
    এ-হেন মোর এক প্রত্যাশায়
    হয়বেগসম কাল কেটে যায়
তাই তো এখন আপনাচারে
          আপন কর্ম স্বাগ্রহে করি!
বিদায় লয়েও আমি যেন
           সবার মাঝে ভ্রমিতে পারি!


জ্ঞাত নহে এ-হেন সাধ
         পুরিবে কি আদৌ আমার,
না কি পদচিহ্ন রাখিতে
        নারিবো,মানিবো হেথা হার!
   জীবন গেলেও এ-জীবনের তরে
   করিব ক্রিয়া সারাজীবন ধরে
এপারে আমি থাকিবই চিরদিন
         ওপারে যদিও হয়ে যাবো পার!
জ্ঞাত নহে এ-হেন সাধ
          পুরিবে কি আদৌ আমার!


::::::::::::::::::::::::::সমাপ্ত:::::::::::::::::::::::::::


১১/৩/'১৭