হোক না বাধা তবুও মোরা
     করবো সকল বাধাকে জয়,
জীবন গেলেও মোদের মায়ের
    হবে না আদৌ সম্মান ক্ষয়!
  জীবন দিয়ে বাঁচাব সম্মান
  এ-জীবন করে যাব দান
মাতৃদৈন্য করিব মোচন
     এতে মোদের কিসের ভয়!
হোক না বাধা তবুও মোরা
     করবো সকল বাধাকে জয়!


ঝরুক শোণিত গাত্র হতে
       যাক না জীবন রসাতলে,
রক্ষিব মায়ের লজ্জা-সম্মান
        মা কন্যা এই ধরাতলে!
    করব দাঁড়িয়ে মৃত্যুবরন
    তবু মা'কে করবে হরন
সহিব না এমন দৃশ্য
        দহিব না আমি এ অনলে!
ঝরুক শোণিত গাত্র হতে
        যাক না জীবন রসাতলে!


সন্তান হয়ে যদি না পারি
        রক্ষিতে মায়ের সম্মানখানি
কেমনে হেরাই আপনারে
       হেরাইব এই মোর বদনখানি!
  এ জীবনে মোর এক প্রতিজ্ঞা
  শুনিব না কারও অন্যায় আজ্ঞা,
বিশ্বময় সদা করিব প্রচার
       মোদের মায়ের দুর্লভ গুনবানী
সন্তান হয়ে যদি না পারি
       রক্ষিতে মায়ের সম্মানখানি!


@@@@@@@(সমাপ্ত)---------