অঙ্কিতা তুমি    শুনেছি আমি
     বাসো আমায় ভালো,
জীবন আমার   শুধুই আঁধার
     জ্বালবে সেথা আলো!
হারিয়ে আমি    জানো তুমি
      গেছি অন্য হৃদে,
আমায় নিয়ে      বুকেতে সয়ে
      চাও মেটাতে খিদে!
চাইছি ক্ষমা        জানি প্রিয়তমা
      তুমি যে অপরের,
স্বর্ণালী আমার     আমিও তার
      যাও তুমি যাও ঢের!
বলি গো হায়       আমি তোমায়
       সে তো বহুদূর,
তবুও অঙ্কিতা      শোনো গো কথা
       বন্ধ কর তব সুর!


""""""""সমাপ্ত""""""""
-----*----্-------------