আগুন জ্বালাও
আগুন জ্বালো।
পাপ ছেয়েছে সংসারে
গ্রাস করে দানব মনুষ্যত্বরে।
মেরুদণ্ডহীন মনুষ্যত্বহীন
যে মানুষ আপন স্ত্রীকে
রক্ষা করে না প্রাণের ভয়ে ;
সে ত মানুষ নয়
পশুর চেয়ে নিকৃষ্ট হয়
এ সংসারে।
দশ বছর ধরে
অত্যাচার সহ্য করে,
আজ নারীরা বিদ্রোহ করেছে;
ক্লীব লিঙ্গ পুরুষের দল
কেন চুপ করে থেকেছে?
মরণের চেয়ে স্বাভিমান মহান
এবার এসেছে রুদ্র ভগবান
নারীশক্তি জেগেছে
দানব এবার জ্বলে খাক হবে
বন্দী হবে কারাগারে।