এই সন্ধ্যায়
অখণ্ড নিঃশব্দতায়
কি কথা মনে এল
কেন বুঝি না ;
তারাদের মৃদু আলোয়
জোনাকির মৃদু ভাষায়
কি গান ভেসে আসে
কেন বুঝি না।
তবু ভালো লাগে
অন্তরে দোলা লাগে ;
কে কেন আমারে ডাকে
সে ত বোঝা যায় না।
জীবনের হতাশায়
মেঘ থাকে কোন কোনায় ;
হঠাৎ কেন ঝড় এল
তাও জীবন পালটায় না।
তবে কি এতো ভালো হল
ঝড় ঝঞ্ঝা চলে গেল ;
আকাশের কোনায় যে মেঘ ছিল
সেটাও ত অদৃশ্য হলো।
জীবনের আঙিনায়
ঝড় আসে ঝড় যায় ;
কিছুই ত রেখাপাত করে না
ওগুলো ত আসে যায়
মন কেন কারে চায়
কিছুই বোঝা যায় না।