জীর্ণ কানুন মানব না
ওতে মানবিক দৃষ্টি নাই
তাই মানব না।
মানবিক কানুন চাই
আত্মপর ভুলতে হবে
দৃষ্টি ভঙ্গিতে বদলাও চাই।
গরীবের ওপর অত্যাচার হলে
আদালতে তুরন্ত বিচার হয় না ;
দীর্ঘ সময় বিচার চলে
গরীবের ধন বল থাকে না ;
তাই বিচার ব্যবস্থার
আমূল পরিবর্তন চাই
জীর্ণশীর্ণ পুরোনো আইন
মানব না।
তাই নতুন আইন চাই
পুরোনো অমানবিক কানুন
মানব না
আনতে হবে নতুন দৃষ্টি শুভ বুদ্ধি
জীর্ণ কানুন মানব না