লাহোর সেন্ট্রাল জেল
ওয়ার্ডার চতুর সিং অতি ব্যস্ত;
ফাঁসি কাঠ হচ্ছে তৈরী
ভগত সিং আর দুই সহযোদ্ধার জন্য।
তখন আঁধার ভেদ করে
সকাল হয়েছিল ;
এ সকাল ছিল ম্রিয়মান
সকল কর্মি দুঃখী ছিল
চিরকালের জন্য যাবে
তিনটি তাজা প্রাণ।
তারা নয়ক ডাকাত
নয় কোনো সাধারণ অপরাধী;
দেশকে তারা বেসেছিল ভালো
তাই হয়েছিল রাজবন্দী।
"ইন্ডিয়ান ট্রাইবুন" পত্রিকা দিয়ে গেল
লেনিনের জীবন দর্শন
তাতে লেখা ছিল।
ভগত সিং তার আইনজীবী
প্রেমনাথকে ডাকল;
প্রেমনাথ"লেনিনের জীবনী"
বইটা গোপনে এনে দিল।
সময় বয়ে যাচ্ছিল
রাজবন্দীরা প্রার্থনা করছিল ;
অবিচল ভগত সিং বই পড়ছিল।
প্রেমনাথ বলল."দেশের জন্য
তোমার কি সন্দেশ বল";
ভগত সিং বলল."সাম্রাজ্যবাদ মুর্দাবাদ
ইনক্লাব জিন্দাবাদ"।
সময় এগিয়ে চলল
ঘড়ির কাঁটা ফাঁসির কথা বলল;
নির্ভীক ভগত সিং
লেনিনের জীবন কথা পড়ছিল।