তুমি অতি ভালো মানুষ বিশ্বপ্রেম করেছ;
মাভাইরে ভালোবেসে সম্পত্তি
লিখিয়ে নিয়েছ।
গরীবের ধনগচ্ছিত রেখে
দরকারে সহায়তা করেছ;
সবাই তোমায় ধন্য বলে
মহান আখ্যা পেয়েছ।
কৃষ্ণপ্রেমে রাধা নাচে;
অনেক রাধায় প্রেম করেছ;
পরে তারা গালি দিলে
কেবল মুচকি হেসেছ।
বিশ্বপ্রেমের পূজারী তুমি
ভালোবাসায় মেতেছ;
ধনী দরিদ্রে প্রেম দিয়ে
প্রেমের কাঙাল হয়েছ।
ভোটের যুদ্ধে প্রেম দিয়ে
গরীবদের ভোট পেয়েছ;
চাকরি দেবার পণ করে
ভোটের রণে জিতেছ।
সব পাওয়া শেষ হয়ে গেলে
সবাইকে ভুলে গিয়েছ;
আধুনিক যুগের বিষম নিয়ম
পার্টি সার্টি করেছ।