ব‍্যর্থতার হতাশা যবে ছেয়ে আসে
আশার আলো পাই না
অন্ধকার ঘন হয়ে এলে
যখন দৃষ্টি চলে না ;
চক্ষে দিও নতুন শক্তি ভগবান
ভুল পথে যেন চলি না।
এনে দিও মোরে নতুন আশা
ব‍্যর্থতায় হতাশ হই না।
সফলতা যদি দূরে সরে রয়
বিফলতা সন্তোষ আনে না
চলব লক্ষ্য স্থির রেখে
একদিন অসফল হব না।
বারে বারে যদি চেষ্টা করি
অসফতা বদলে যায়
নতুন বুদ্ধি নতুন সাহস
নতুন রাস্তা চেনায়।
তাই হতাশ হব না বিফলতায়
সফলতার পথ দেখায়;
তখন আসবে সন্তোষ সফলতার
হব না হতাশ বিফলতায়।