"কস লী হ‍্যয় কমর অব তো
কুছ করকে দিখায়েঙ্গে
আজাদ হী হো লেঙ্গে
ইয়া সর হী কটা দেঙ্গে।
হটনে কে নহী পীছে
ডর কর কভী জুল্মোসে
তুম হাত উঠাওঙ্গে
ম‍্যয় প‍্যর বঢ়া দেঙ্গে"
(---আশফাকুল্লা খান )
উনিশ শ বাইশ সাল
গান্ধীজীর অসহযোগ আন্দোলন
চরম উত্তেজনায় পৌঁছল
তখন আসফাকুল্লা রামপ্রসাদ
বিসমিলের সঙ্গে পরিচয় হল।
দুজনের উদ্দেশ্য একই
ভারত স্বাধীন করা
আর সাম্প্রদায়িক দুর্ভাবনা
দূর করা।
গগনভেদী স্লোগানে
ইংরেজরা শঙ্কিত হয়ে উঠল;
এমন সময় আন্দোলনকারী
চৌরিচৌরায় থানা জ্বালিয়ে দিল।
তারা ছিল দমনকারি লাঠিচার্জ করছিল
তাই বাইশ জন পুলিশ
জ্বলে পুড়ে মরল।
গান্ধীজী তাই হঠাত
আন্দোলন বন্ধ করে দিল
আসফাকুল্লা ও আর সকলে
এর কারণ জানতে চাইল।
তারা ছিল উন্মাদপ্রায় রক্ত টগবগিয়ে ফুটছিল
ওরা সহিংস আন্দোলনের দিকে
ঝুঁকল।