এল মুক্তি যুদ্ধ
দেশমাতা আর রবে না শৃঙ্খলিত
সন্তান তার হয়েছে জাগ্রত ;
মৃত্যু ভয় হল দূর
শত বছরের শৃঙ্খলের জ্বালা
ভেঙ্গে হবে চুর চুর।
জাপানে রাসবিহারীর
তৎপরতা বন্ধ হল না
ভারতের মুক্তি যুদ্ধে
অংশ নিতে ভুলল না।
ভারতে বাঘা যতীনকে
অস্ত্র সরবরাহ করত;
আর জাপান সরকারের
সঙ্গে কথাবার্তা চালাত।
জাপান সরকার প্রথমে
প্রভাবিত হল না ;
পরে রাসবিহারীর যুক্তি
বুঝতে পেরে
আর অসহযোগিতা করল না।
সরকার সক্রিয় সহযোগিতা করল
যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে
মুক্তি সৈন্য গড়ে তুলল।
নাম দিয়েছিল "ভারতীয় জাতীয় লীগ "
পরে সে নাম "আজাদ হিন্দ ফৌজ" হল।