অসহযোগ আন্দোলন তীব্র গতিতে চলল
চৌরিচৌরাতে পুলিশ ওদের ওপর
লাঠি বর্ষাল;
তাই ওরা পুলিশের ভ্যান জ্বালিয়ে দিল
বাইশ জন পুলিশ জিন্দা জ্বলে মরল।
মহাত্মা গান্ধী এ আন্দোলন বন্ধ করে দিল।
তাই অনেকেই দুঃখিত হল।
যেন তীব্র গতির ঘোড়া
হোঁচট খেয়ে পড়ল;
অনেকেই হিংসক হয়ে উঠল
নতুন বিপ্লবীদল জন্ম নিল।
অন্ধকারের রাত ধোঁয়া ধোঁয়া
সবই গোপন যায় না ছোঁয়া ;
পিস্তল বারুদের জোগাড় হল
ওরা হিংসার পথ ধরল।
যখন চন্দ্রশেখর পনের বছরের
বালক ছিল
স্বদেশী লিফলেট বিলি করত
পুলিশ ওকে ম্যাজিস্ট্রেটের কাছে
উপস্থিত করল।
ম্যাজিস্ট্রেটের প্রশ্নের উত্তরে
নিজের নাম "আজাদ"বলল
বাবার নাম"স্বতন্ত্রতা"
আর নিবাস "জেল" বলল।
পার্সি ম্যাজিস্ট্রেট তাকে পনের
বার বেত্রাঘাতের শাস্তি দিল।