ট্রেন লুটের পর ধরপাকড় চলল
তিন জন রাজসাক্ষী হয়ে
সব বিপ্লবীদের চিনিয়ে দিল।
সবাইকে ধরা গেল
কিন্তু চন্দ্রশেখরকে ধরা গেল না
কোথায় গেল কি করল
কেউ জানল না।
উনিশ শ আটাশ সাল
অহিংস আন্দোলনে
সারা ভারত তোলপাড় হল
ইংরেজদের দমননীতি সাইমন কমিশন
নিয়ে এল।
নেতৃত্ব দিল লালা লাজপত রায়
সিংহের গর্জনে
উত্তেজনায় ভরা জনগণ সমর্থন
জানাল স্লোগান দিয়ে।
অহিংস সে আন্দোলনে
পুলিশ লাঠিচার্জ করল
লালাকে ধরে অমানুষিক প্রহার করল।
অত্যন্ত আহত লালা দু সপ্তাহ
পরে মারা গেল।
চন্দ্রশেখর ভগত সিং প্রতিশোধের
প্রতিজ্ঞা করল।
তাই কমিশনার স্কটকে ওরা মারতে চাইল
ভুলবশত স্যাণ্ডার্সকে মেরে ফেলল
যখন পালিয়ে যাচ্ছিল
কনষ্টেবেল ওদের পিছে ধাওয়া করল
তখন চন্দ্রশেখর ওকে গুলি মারল।