দুঃখরে আমি ছুটি দিতে চাই
ও কেন ছুটি নেয় না ;
সুখের ঘরে শূন্যতা মোর
সুখ মধুর হয় না।
যখন ভাবি এবে দুখের শেষ
চিরস্থায়ী কভু হয় না ;
জানি না কেন সুখের দিন হয় ক্ষণস্থায়ী
চিরকাল কেন রয় না?
ঢেউয়ের পরে ঢেউ এসে যায়
আসাযাওয়ার ঢেউ ওঠে পড়ে ;
সূখদুঃখের জীবন মোদের
চাকার মত ঘোরে।
চাই না সুখ চাই না দুঃখ
চাই না ধনরাশি;
রিপুদমন করে আমি
সন্যাসীর মত থাকতে চেয়েছি।
সুখদুঃখ সম ভাবো শিখায়মোদের
মহাজ্ঞানী মহাযোগী;
গীতার মন্ত্রে নিষ্কাম শিখি
ভগবান কৃষ্ণের বাণী।
বুদ্ধদেবের শিষ্য মোরা
শিখি চলাই জীবন সাথী ;
ইসলাম শিখায় অহিংসা
স্রোতের মত জীবন মোদের
থামে না তাহার গতি।
এ চলা সামনের পানে
দাগ রেখে যায় চায় না কভু পিছে;
দুঃখ কষ্ট অলীক ভাবনা
কল্পনা করিমিছে।