বড় একা লাগে।
রাতের গহনে কুয়াশার মত মনকে ধাক্কা দেয়;
ঘরের আঁধার জেগে কেঁদে বলে নাই কেহ নাই।
তখন বড় একা লাগে।
স্বপ্ন আসে কত আশা লয়ে যেন সে এল কাছে ;
জাগরণে দেখি সব ছিল মায়া সবাই গেছে
চলে।
রুদ্ধ নিঃশ্বাসে কণ্ঠরোধ করে কান্নার রোল ওঠে ;
বিরহ বেদনা নিঃসঙ্গ যাতনা ঘেরে যেন চারিপাশে।
তাই বড় একা লাগে।
একদিন যখন ভরেছিল মন উৎসাহ উল্লাসে;
সময় কাটত আনন্দে তখন আশার বাণী লয়ে।
যেদিন খেলা হল শেষ
এল নির্মম নিরাশা নিঃসঙ্গ দিন ;
দুঃখের মেঘ ছাইল ভুবন হতাশায় ভরল দিন।
তাই বড় একা লাগে।
যখন বাতাস কেঁদে বলে নাই নাই নাই;
হৃদয় ভরে যায় আকাশের শূন্যতায়;
যখন মেঘের দুরু দুরু আমাকে দোলায় ;
তখন মন আতুর হয়ে
সোহাগ পেতে চায়;
শুষ্ক জীবন মরুভূমিতে জল খুঁজে পায় না ;
তাই বড় একা লাগে
কিছু ভালো লাগে না।