যখন মরছে মানুষ অনাহারে চিকিৎসাবিনে
তখন প্রেমের গল্প শুনব না ;
ডুবছে মানুষ মাঝ দরিয়ায়
রক্ষা ত কেউ করবে না;
তাই রঙিন ফানুস চাইব না।
মানুষ এখন সুবিধাবাদী
মানবতার লেশমাত্র নাই;
মরছে যারা মরুক তারা
দয়া নাই ওদের হৃদয় নাই।
জীবনের দুখ তারাই জানে
যাদের সহায় সম্বল নাই
কেঁদে কেঁদে তারা বেড়ায় ঘুরে
ধনীর দুয়ারে ভিক্ষা চায়।
এই ধরণীর যত সম্বল
ক্ষুধার অন্ন রসে ভরা ফল
এসবে নাকি সম অধিকার
এসব মিথ্যা এসব ছল।
সবলের আছে শত অধিকার
দুর্বলের আছে শুধু হাহাকার ;
একতা একদিন আনবে হয়ত
শত দুঃখীর বল।
তাই প্রেমের কথা শুনব না
রঙিন স্বপ্ন দেখব না ;
অন্ন বস্ত্রের জোগাড় দেখব
হারাব না মনোবল।