জীবনের নাট্যশালায়
আমি এক রেসের ঘোড়া.;
চলেছি দ্রুত পায়ে
কোথায় যাব নেই কিনারা।
এসেছি অনন্ত হতে
হয়ত যাব সেই অমৃতধামে
এ যাত্রার হবে না শেষ
যদি না পাই তোমার দেখা।
তাই খুঁজে ফিরি তোমায়
চলেছি একলা পথে ;
তোমার খোঁজে জীবন গেল
ঘুরে মরি বাজে কাজে।
দিশা নির্দেশ দাও হে প্রভু
জীবনের সকল কাজে ;
বিপথে চাই না যেতে
তবেই জীবন সফল হবে।
হারজিতের এই ধুলো খেলায়
কেউ বা হারে কেউ বা জেতায়;
ধুলো খেলা শেষ হলে কি
আবার আমি পাব তোমায়।
সন্ধিপূজার সন্ধিক্ষণে
তরী বাই আপন মনে;
যখন আসবে ডাক শব্দ বিনে
ধাইব তখন তোমার পানে।