আমি মানি না;
কানুনদেবতা হয়েছে জীর্ণ তাই আমি
মানি না।
সমাজে আজি নাই সমতা মিথ্যাচার
করে ;
চূর্ণ করি এসব কানুন নতুনের উদয়
হবে।
ধ্বংস করে শাসন শোষণ অত্যাচারী
মহাজন;
বিধির নিয়ম চলবে এবার সাম্যের
গাই গান।
হে রুদ্র দেবতা,বর দাও মোরে দাও
অযুত বল;
নতুন প্রভাত আসবে তখন সত্যই
সম্বল।
হে দেব,বাজুক তোমার প্রলয় বিষাণ
এসো তুমি রণভূমি;
অত্যাচারিত শোষিতের ঘরে আসুক
হর্ষধ্বনি।
ঘৃণা করে যারে রেখেছে সরায়ে,
তাদের হোক উত্থান ;
সকল মানবে আছে ভগবান সবারই
রয়েছে স্থান।
ঐক্য মন্ত্রে আসুক সবে হোক যোগ্যের
মান;
আইন কানুন সবাকার তরে নয়
কেউ বলবান।