বিশ্বমায়ের সন্তান মোরা হিন্দু মুসলমান ;
বিভেদের বীজ বুনিছে যাহারা তারাও
মানবসন্তান।
ঐক্য মন্ত্রে এক হয়ে যারা ব্রিটিশে
করিল জয়;
স্বাধীন হইয়া পরাধীনতার গোলামির
করিল ক্ষয়।
কোথা গেল তারা করি বেসাহারা
আমরা ভারতবাসী;
ধর্মের নামে যদি করি হানাহানি
হাসিবে বিশ্ববাসী।
গরীব ভিখারী পায় না অন্ন অন্যেরা
ভোগবিলাসী;
কি হবে তাদের ধর্মের বাণী
যারা রয় উপবাসী।
মন্দিরে মসজিদে হয় ভেদাভেদ
গরীব সম্মান পায় না ;
ধর্মনিয়ম সব স্বার্থের তরে
চাওয়ার শেষ হয় না।
বিশ্বপিতা গড়িল নিয়ম
মানবতা তার নাম ;
মানুষ গড়িল শত ভেদাভেদ
যোগ্যতার নাই দাম।
যুগে যুগে আসে মহামানব
শোনায় অমৃতবাণী;
মানুষে মানুষে কোন ভেদ নাই
একতার বাণী শুনি।
স্বার্থের বশে ভুলে যায় সবে
শোসন করিতে চায়;
ঈশ্বর এক শুধু মতভেদ করে
প্রতিষ্ঠা পেতে চায়।