মানবের দেহে লুকিয়ে যে জন
মিথ্যে খোঁজা তারে বারবার ;
সে যে রাজার রাজা মহারাজা
তার দর্শন পাওয়া অতি ভার।
পূজা কর দিনে রাতে
গরীব ভিখারী সরিয়ে রেখে ;
তাদের দেহেও রাজা থাকে
তাই সুফল পাবে না
রাজার রাজায় খুঁজতে গেলে
ঘৃণা কর না।
ফুলের মানে ত পবিত্রতা
রাজার পায়েই শোভা পায় তা;
হিংস্র স্বভাব মানবকুল
রাজায় পাবে না।
কারও দেহে আঘাত করলে
রাজার গায়ে আঘাত লাগে ;
তাই মারামারি হানাহানি করলে
তাকে পাবে না।
রাজা নয়ক নকলপিয়াসী
হও মধুর স্বভাব মৃদু ভাষী;
শান্তির পথে এগিয়ে চল
হয়ো না মন অবিশ্বাসী।