জীবনের আনন্দধারায়
তুমি আমি এসো যোগ দিই;
গাইব মোরা নতুন গান
নতুন ভাবনা ভাবি।
বিশেষ জ্ঞানের অধিকারী হয়ে
নতুন গ্রহে যাব;
নতুন মানুষ খুঁজব সেথায়
নতুন গ্রহবাসী হব।
রোগ শোক আর বার্ধক‍্য জরা
খুঁজে পাবে না সেথায় ;
নতুন ওষুধ বানাব আমরা
নতুনের জয় গাই।
পৃথ্বী জয়ের নেশায় মোরা
নতুন অস্ত্র বানাব,
জয়ী হয়ে মোদের
ঝাণ্ডা  ওড়াব।
চীন পাকিস্তান শায়েস্তা হবে
হবে তারা পরেশান;
মানুষের দুঃখ দূর হবে
আসবে সাম‍্যের স্থান;
ধনী দরিদ্র থাকবে না কেউ
সমাজে সবার হবে সমান স্থান।