রাতের আঁধারে আকাশের ভালে
মশালের আগুন উঠল জ্বলে ;
উঠল আর্তনাদ করে পরিতাপ
হাহাকার করে নয়নজলে।
দানবেরা এল মানবের বেশে
রক্তগঙ্গা বয়ে গেল ;
গ্রামের মানুষ খুন হল
ঘরবাড়ি সব জ্বালিয়ে দিল।
রয়ে গেল পোড়া মাটি আর
আগুনে ঝলসানো শব;
করুণ কণ্ঠে "বাঁচাও বাঁচাও"
ওঠে কত কলরব।
পুলিশ প্রশাসন ছিল নির্বাক
দস্যুরা হুঙ্কার ছাড়ে;
নির্বস্ত্র নারীদের টানাটানি করে
অত্যাচারী ওঠে অট্টহেসে।
নারী শিশুদের ঘরেতে ঢুকিয়ে
জীন্দা জ্বালিয়ে দিল
যন্ত্রণায় তারা ছটফট করে
দস্যু ঘৃতাহুতি দিল।
কেউ নাই ওরে কেউ নাই
বাঁচাতে তাদের কেউ নাই।
জেগেছিল শুধু বীভৎসতা
আর নির্মম দস্যুদল;
তাদের উল্লাস আর মত্ততা ছিল
আর ছিল যারা হীনবল।
জাগো এবার বিদ্রোহী আত্মা
জাগো তুমি ভগবান ;
একের মন্ত্রে এস সবে
নও কেউ হীন প্রাণ।