নিরুদ্দেশে যাব আমি নিরুদ্দেশে যাব;
তখন সকল কাজ বন্ধ হবে ;
জানাশোনা হারিয়ে যাবে ;
অচিনপুরে কোন দেশেতে বিরাজ
আমি করব।
সেথায় সূর্যমামা যায় না দেখা ;
আঁধার ঘন তমসা ঢাকা ;
শব্দবিহীন স্পন্দনহীন কোন ঘরে
হয়ত তোমার দেখা পাব।
তখন জানব নাকো পথের হদিশ ;
বুঝব নাকো দিশাহীন দিক;
তোমার রথে চড়ে আমি
তোমার কাছেই আসব।
করব না ভয় এতটুকু ;
পড়বে না মনে স্মৃতিটুকু;
বিহ্বল হয়ে শুধু তখন
তোমার পানে চাইব।
যদি নাও গো তুমি আপন করে
যাব তোমার সাথে অচিনপুরে;
বৈতরণী নদীতে তখন
আপন তরী বাইব।
পুজ্ঞ পুজ্ঞ আঁধার হয়ত কেটে যাবে ;
জীবন আসবে ফিরে এই মর্তধামে;
তখনও তোমারই জয় গাইব
আমি তোমারই জয় গাইব।