ভারতের তুমি ছোট পড়োশি
তুমি পাকিস্তান ;
সাপের চলার মতো গতি
নিজেকে ভাবো মহান।
তোমার দেশে খাবার অভাব
ড্রাগনে করেছ বন্ধু
নিজের বিষে নিজেই জ্বলো
ভরোসা কৃপাসিন্ধু।
আঁকা বাঁকা চলার গতি
সোজা পথ চেনো না
নিজকে মহান বললেই
কভু মহান হওয়া যায় না।
পরের ওপর করো ভরোসা
কোনো গুণের নও গুণী
জানো না তুমি কৃষ্টি কারে বলে
সমাজের হেয় তুমি।
ড্রাগনের বিষে জ্বালা ধরে যায়
কিছুই ত পাবে না;
সুধীজন তোমায় জানে অপাঙতেয়
কোনো স্থান তাই পাও না।
ভণ্ড তুমি বল শান্তিবাণী
অশান্তি তোমার ধর্ম।