পূব আকাশে রঙ ঢেলেছে
সূর্য ওঠার সন্ধিক্ষণে;
জাগে পাখি কলরবে
খাদ্য চাওয়ার সন্ধানে।
মৃদু মন্দ বইছে বাতাস
সুবাস লয়ে তারই সনে
ফুলের গন্ধে ভরে চারিদিক
ছুটছে সবে কর্মআশে;
ছোট ছোট ঢেউয়ের সাথে
চলছে নদী অচিন দেশে ;
ভূমি শুধু পড়ে আছে
অন্ন নিয়ে মোদের তরে।
দেহাত্মা তাই খুশী হয়ে
উদাত্ত সুরে গাইছে গান;
ডাকছে তোমায় মোদের প্রভু
প্রকৃতি ধরে মধুর তান।
তখন দানব যদি আসে ধেয়ে
আসবে তুমি চক্র হাতে ;
দানব অসুর ধ্বংস করে
আনবে শান্তি পৃথ্বী -বুকে।