ভয় পেলাম।কে ও অশীরীরী
আমাকে কেন নিশানা করলি;
কান্না আসছে,ভয়ে ঘেমে গেছি
কলকাতা থেকে এসে ফেঁসে গেছি।
তাকিয়ে দেখি রূপসী কাঁদছে
মুক্তো বিন্দুর মত অশ্রুজল নেমে আসছে ;
হঠাৎ এই পরিবর্তনে আশ্চর্য হলাম
"বাঁচাও বাঁচাও "শব্দ আবার শুনলাম।
কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকলাম।
ওই পরিস্থিতিতে টর্চটা নিয়ে উঠলাম!
এমন সময় বারান্দায়
কিছু বুটজুতোর আওয়াজ পেলাম ;
তক্ষুনি রূপসী অদৃশ্য হল
দরজা খুলে বাইরে দেখলাম ;
কাউকে দেখলাম না
চারিদিক দেখলাম
কাউকে পেলাম না।
বিছানায় উঠে বসলাম
একটু পরে বোধ হয় ঘুমিয়ে পড়লাম ;
মাঝ রাত্রিতে হঠাৎ যেন
মলের আওয়াজ পেলাম ;
ভয়ে উঠে বসলাম
দেখি রূপসী আমার দিকে
চেয়ে হাসছে
তার মৃদু হাসির ধ্বনি আওয়াজ করছে।