জীবন.কখন তুমি থামবে?
যখন সন্ধ‍্যারতি শেষ হবে
আর আকাশে তারাগুলো জ্বলবে?
যখন নিশুতি রাতে সবাই ঘুমোবে
শুধু প্রেতাত্মারা জাগবে?
তখন তোমার চলা ক্লান্ত হবে
হয়ত থমকে দাঁড়াবে;
নিঃশ্বাসের মতো আমার আত্মা
স্বর্গের পানে ধাইবে।
আকাশে তখন আত্মা আমার
তারার মতো জ্বলবে;
নীচের ধরণী অবাক হয়ে
আমার পানে চাইবে।
শুনেছি সেথায় নেইক জরা
দুঃখের লেশ নাই ;
পরমাত্মার ধ‍্যানে মগ্ন
সময়ের শেষ নাই।
কত কাল যে থাকব সেথায়
কেহ নাহি জানে;
শুধু জানি যখন আসবে আদেশ
মোর পুনর্জন্ম হবে।