রহস্যময় রাসবিহারী
ইংরেজ পরেশান;
কখনও সে পণ্ডিত
কখনও সন্ন‍্যাসী কখনও বা
ভাওলিনে করে গান।"
পুলিশ কমিশনার টেগার্ট
ধরতে গেল বাহিনী নিয়ে ;
তার সামনে বসা রাসবিহারী
চলে গেল তাকে ফাঁ!কি দিয়ে।
পি.ঠাকুরের বাড়িতে যখন ছিল
ইংরেজের চর খুঁজে খুঁজে
সেখানে ধরতে এল;
পারল না ওরা পারল না
ফাঁকি দিয়ে চলে গেল।
রাষ্ট্রবাদি সোমা পরিবার
তাকে আশ্রয় দিল;
ইংরেজের চর সেখানেও হানা দিল
বাবুর্চির বেশে সেথায় বাবুর্চি হল
তারপর রাসবিহারী তোশিকাকে বিয়ে করল
জাপানের নাগরিক হল।
"ঊর্ধ্বে উড়িয়ে তিরঙা পতাকা
হল কার উত্থান,
সে যে ভারত সন্তান রাসবিহারী
গায় স্বাধীনতার জয়গান।"