আমি নিতে পারিনি সন্ন‍্যাস
সংসারের ঘূর্ণিপাকে
মরছি ঘুরে পাকে পাকে
পারিনি হতে উদাস।
উদার হওয়ার মন্ত্র আমি পাইনি ;
রাগ রোষ আছে সাথে
প্রতিকার ত পাইনি।
ভালোবাসার দুর্বিপাকে
ঘুরে মরি পলে পলে;
সংসারের বোঝা যেন
আরও চেপে বসেছে।
এ থেকে নাই মুক্তি
মায়াডোরে বাঁধা আছি
আকাশের মতো
উদার হতে পারিনি।
পাহাড়ের মতো হতে হবে
মৌন মহান
চঞ্চলতা দূর করে
করতে হবে ধ‍্যান;
সংসারের বোঝা লয়ে
মায়াডোরে বদ্ধ হয়ে
হবে না সন্ন‍্যাস
আমি নিতে পারিনি সন্ন‍্যাস।