শান্তি নাই ওরে শান্তি নাই
শান্তি কোথায় পাবি;
ওযে আলেয়ার মতো অধরা
সার হবে ছোটাছুটি।
জীবন মৃত্যুর চক্রযানে
শান্তির স্থান নাই ;
অশান্তি আছে জীবনে ছেয়ে
তারপর কিছু নাই।
শান্তির বাণী বলে সবে
হিংসা লুকিয়ে রাখে;
শোষণ করে অপরে তাহারা
আপন স্বার্থ খোঁজে।
তাই শান্তি এ জগতে কিছু নাই
ক্ষুদ্রতা ছেয়ে থাকে ;
ক্ষুধার্ত আমরা ক্ষুধার হয় না শেষ
কামনা বাসনার জেরে।
অশান্তির শেষ শান্তিতে হয়
মরণের ডাক এলে;
যমদেবের দূত এসে গেলে
চরম শান্তি পাবে।
কর্মযজ্ঞের আবাহন আসে
মোরা শান্তির দূত নই;
কর্ম কর কর্মকর কর্মবীর
জীবন পথে চল যাই।
আমৃত্যু মোদের চলতে হবে
থামবার অবসর নাই ;
দুঃখ কষ্ট সহন করে
রাস্তা খুঁজে বেড়াই।