স্মৃতি.তুমি কি শুধু বেদনার,
কেবলি দুঃখ ব‍্যথার ভার
মানুষের মনের শোকের প্রকাশ ;
নাপাওয়া কত জীবনের আশ
নও কি অব‍্যক্ত ছলনা?
যখন গাইত আশা মিষ্টি সুরে ;
নিরাশার মেঘ থাকত দূরে ;
আসত সুখ জীবন ভরে ;
তার কি খবর রাখো না?
দুঃখ সুখের আলোছায়ায় জীবন চলে
তরঙ্গের মত ওঠে পড়ে আবার ওঠে ;
স্মৃতির কথা কেবল তাদের সনে;
গাঁথা থাকে মোদের মনে ;
পাওয়া না-পাওয়ার মাঝে ;
সুখের দিন কি তখন ভুলে যাই
বিস্মৃতির অতল তলে;
সুখ দুঃখের গঞ্জনাতে;
স্মৃতি যেন ভরে থাকে ;
অতীত যদি আসে দ্বারে
তারে কি ভোলা যায়?
যখন জীবননদী শুকিয়ে গেল ;
সুখের ধন হারিয়ে গেল ;
স্মৃতির মণিকোঠায় বন্দী হল;
আনমনে আমার মনে কত কথাই এল।
স্মৃতি তোমার পরশ পেয়ে ;
জীবন নদী চলল ধেয়ে ;
দুঃখ সুখের দুই কিনারে;
কত স্মৃতিই এল গেল ;
বেদনাটুকুই মনে গেঁথে গেল।