আমি এক ফেরিওয়ালা
স্বপ্নের করি ফেরি;
শিখরে যাবার স্বপ্ন আমার
ঝুলিতে নিয়েছি ভরি।
দোরে দোরে ফিরি
হাঁক দিয়ে যাই
স্বপ্ন নেবে কি কেউ ;
স্বপ্ন জোগায় প্রেরণা কর্মের
মূল্য চায় না কেউ।
উদ্যম করার স্বপ্ন চায় যারা
তারা হয় উদ্যমী;
ডাক্তার চায় বাঁচাতে জীবন
স্বপ্নের চেয়ে দামি।
ক্লান্ত মানুষ যখন
জীবনের আশা ছেড়ে দেয়;
আমার স্বপ্ন রাস্তা দেখায়
আশার গান গায়।
তাই আমি ফেরিওয়ালা;
আমার স্বপ্নের বিজ্ঞানীরা দেয়
নতুন জীবনের আশা।
দোরে দোরে তাই হাঁক দিয়ে যাই
শিখরের স্বপ্ন লয়ে ;
কি নেবে তুমি কর্মযোগী
মোর স্বপ্নের সাথী হয়ে।