এল ধ্বংস এল মৃত্যু রক্তের নদী বয়,
রাশিয়া এখন ঝাঁপিয়ে পড়েছে
উক্রেনের সীমানায়।
বিশ্বমাতা কাঁদে ফুলিয়া ফুলিয়া
অসীম মমতায়;
কাল এল মহাকালরূপে
যুদ্ধের ঘনঘটায়।
এল দানবসেনা হুঙ্কার ভরে
ভুবন কেঁপে ওঠে ;
করে বোমার বারিষ শত শত
কত জনপদ গেল টুটে।
লক্ষ লোকের প্রাণহীন দেহ
স্তূপাকার পড়ে আছে ;
আকাশে ছেয়ে আছে যুদ্ধ বিমান
মিসাইল থরে থরে।
শান্তিবার্তা করছে রাশিয়া
লোকলজ্জার তরে;
হিংস্রতার তার শেষ নাই কভু
হাজার লক্ষ মারে।
পশ্চিমী দেশ সাথ দেবে বলে
মিথ্যাচার করে ;
উক্রেন তায় হলো অসহায়
তবু দেশের তরে লড়ে।
এক ইঞ্চি ছাড়ব না জমি
উক্রেন ঘোষণা করে.
মরণমারণের মন্ত্রে উদ্দীপ্ত
উক্রেনীসেনা লড়ে।
হে ভৈরব এস তুমি আজ
এস আজকের মহারণে;
অহংকারীরে কর চূর্ণ
বিশ্বশান্তির তরে।
আসুক তোমার দৈবসেনারা
বজ্র আনুক সাথে;
প্রতিষ্ঠা কর ধর্মরাজ্য
পাপীরে বিনাশ করে।