ভোটে হারলাম
ভোটের আগে
কত লোক রোজ
করত আনাগোনা,
আজ ভোটের ফল বেরোল
করবে না কেউ জানাশোনা।
শাসক দলের টিকিট পেলাম
অনেক কিছু করে ;
গুণ্ডা কিছু ভাড়া করলাম
অনেক টাকা দিয়ে।
এত করেও হেরে গেলাম
মুখ দেখাব কারে।
সব ত গেল সবই গেল
জমি জমা দিয়ে।
কে আমারে আশ্রয় দেবে
সবই ভুল হয়ে যায় ;
নিঃসম্বল এখন আমি
একদম নিঃসহায়।
স্ত্রী আমাকে বলেছিল
"এসবে মেতো না
হেরে গেলে সব হারাবে
কেউ দেখবে না"।
হায়! হায়! হায়!
করি কি উপায়
বুকের থেকে রোদন আসে
কণ্ঠ রোধ করে যায়।;;