দেখিনি কভু তারে,দুই নয়ন গোচরে
       তবু
           সেজেছিল সে, মোর মনের অন্তরালে।
শ্রবনেছি শ্রবনেন্দিয়ে হইতে পর হতে,
রুপয়সী রুপ তার,নয়ন যুগল ছল।
পদে তাহার ঘুঙুর দেখি,
                          নৃত্যে দেয় ভাল ফল।
        দেখিলে তাহারে ভুলে যায় সব।
অশ্রু ঝরে নয়ন হতে
                       নয়তো সে জন্য শব।
শুনিয়া শুধু রহিলাম বসে
                         পেলাম না তাহার দেখা।
অবশেষে শুনি হয়েছে বিয়া
                           পাইছে নব সখা।
                একি;
কথা শুনিয়া দেখি
                   হস্ত মাথার পরে।
জীবন যাত্রা শুরু করি
                   ভাঙা নৌকার উপরে।
ডুবিতে ডুবিতে ভেসে যায়
                      দুঃখ দেখিয়া মোর
ব্যাথার বেদনায় মোর
                    সন্ধা হয়েছে যে ভোর।


                          (নুহ আলাম)