স্বার্থপরী
                               নুহ আলাম


ওহ মোর সন্ত,তোর লয়ে আমি অন্ত
উদভাবছি হৃদয়ে ইহা কী মোর জীবনান্ত।
চাইনা কভু তারে,সে আসে বারে বারে,
বাল্য শুভার্থী ত্বম,থেকো অঙ্গ-অভ্যন্তরে।


ভালোবাসার ছলে "বন্ধুত্ব" দেব তব আচলে।
বন্ধুত্বের হাতটি সর্বদা দেব বাড়িয়ে,,,
               তবে~
ভালোবাসার ফাঁদে তুমি,মোরে দিওনা জড়িয়ে।।।।
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=


ভালোবাসি যারে পেলাম না আমি তারে,
আপনজন পর হবার জন্য আসে বারে বারে।
হাতে লিখি প্রনয়ীর নাম, নয় কভু সে।।
মনে ভাবে সে"তার" নাম আমি লিখেছি যে।


পরিশেষে আমি বাধ্য হলাম বন্ধ করতে বাত,
তোমার কাছে আমার এটাই বড়ো গালাত।
দুঃখ ব্যাথা বুঝলে না তুমি
                        করলে শুধু দুষি,
আমি আনন্দিত তুমি যদি
                        হওগো খুশি।।


দুঃখ যখন কস্ট হয়ে ধেয়ে আসে কাছে,
সাহস দিয়া, ভীরু হয়ে পালিয়ে যাও পাছে।
আসা,আকাঙ্খা,ভরসা,সাহস যাহা দিয়াছিলে মনে,
অশ্রু ঝরতে মনে পড়ে,তাহা সবই এক্ষনে।।


হেরি নয়নে    চিন্তা করি চেতনে,
বন্ধুত্বের বন্ধন দেখি     তব জীবনে।
আপনারে তুমি পর করিলে দেখ একবার ভেবে,
ঘুমাইয়া তুমি থেক না আর দেখ একবার জেগে।


আমি এক নির্বোধ বন্ধু, বন্ধুর তব।
স্বার্থপরতায় ভরপুর তোমার কর্মরত্নের সব।
মিথ্যা আসা সর্বদা দিয়েছ মোর মনে,
দুঃখ,ব্যাথা না পাও যেন হইতে পর জনে।
               অবশেষে দেখি!
তোমরা সবাই আপন কর্মে রত,
স্বার্থপরতায় জন্ম হয়েছে তবদের মত
                   মেয়েদের যত।
মোর জীবন সঠিক পথে যেন সর্বদা গড়ি
আমি বুঝলাম তোমরা সবাই
                        বড়ো স্বার্থপরী।।।।।


                      (নুহ আলাম)