পড়া
                                  নুহ আলাম


তুমি যখন স্বপ্ন দেখ
                জ্ঞানটা তোমার নাই ;
পড়তে বসলে বইয়ের উপর
                    নিষ্ঠা থাকা চাই ।
অন্ধকার রাতের বেলা
                   যায় না কিছু দেখা ;
প্রদীপ হয়ে জীবন পথে
                   দাঁড়াবে পড়া-লেখা ।
উড়তে গেলে আকাশ পথে
                   চাই যেমন ডানা ;
পড়ার মতন পড়তে হলে
                    নই অভিমানা ।
মাথার ওপর বইকে তোমার
                   জ্ঞানকে তাহার পরে ;
পায়ের তলায় টাকা তোমার
                    সবে আনবে ধরে ।
শিখব বলে জ্ঞান-গরিমা যদি রাখ ক্ষোভ।
সুখের জীবন ধরণীতে করবে উপভোগ।
মা,বাবা,আত্মীয় স্বজন
                     দিচ্ছেন হাজার ছড়া ;
সাফল্য হয় যাতে করে
                     তোমার লেখা-পড়া ।
রিযিক দাতা মালিক আছে
                       সবার মাথার পরে ;
জ্ঞান-গরিমা শিখতে বলে
                       তাহা জানার তরে ।।


                   (নুহ আলাম)