এ কান্না আমার না
নন্দ রানীর একার
আমার শুধু সাধ্য আছে
ফ্যালফেলিয়ে দেখার


আমিও এক সংখ্যালঘু
কাব্য লেখি বেকার
এই সময়ে আমি ছাড়া
পাইনা খুঁজে কে কার!


মুখটা আমার বন্ধ আছে
কানটাও ধরি চেপে
নন্দ রানীর কান্না তবু
আকাশ বাতাস কেঁপে-


পৌঁছে যাচ্ছে বুকের মাঝে
কান্না শুনতে পাই
নন্দ রানী, ঘর থাকলেও
আমারও নেই ঠাঁই


এই দেশে তুমিও যেমন
আমিও তো তাই
আমার শুধু ঘরটাই আছে
আর কিছু তো নাই


ঘরটা আছে ঘরটা পুড়ুক
হব সর্ব হারা
ঘর হারিয়ে, নন্দ রানী
যাবো তোমার পাড়া


যাবে তুমি দেশান্তরে
আমিও যাবো সাথে
নন্দ রানী-আঁধার হচ্ছে
দিন যাচ্ছে রাতে


কোথাও নেই একটু আলো
নন্দ রানী- যাই
নন্দ রানী তোমার কাছে
শুধু ক্ষমা চাই


নন্দ রানী, কাঁদছ একি
কান্না তোমার একার!
আমার কেবল সাধ্য আছে
ফ্যালফ্যালিয়ে দেখার


ফ্যালফেলিয়ে দেখি আর
কাব্য করি বেকার
আমিও এক সংখ্যালঘু
তোমার মতই একার!