বিস্কুটে চলে এক কামড়
আমার ক্ষুধার বড় শক্তি
সে সব তো তুমি জানো
খাদ্যে অনাসক্তি


আমি চাইনি কখনও বিস্কুট
তোমাকেও তো পাইনি
আমার ক্ষুধারা চলেছে বেড়ে
তোমার কাছেও যাইনি


হাত পাততে লজ্জা বড়
তোমায়ও খুব কাছে চাই
এসব দ্বন্দ্বে হেরে যাই
জীবন খুব অসহায়


তবু আমার ক্ষুধা জাগিয়ে রাখে
তোমায় চাওয়ার সুখ
ক্ষুধার রাজ্য কবিতাময়
তোমার কথায় বুক
           ভরে যায়
দুঃখ বিধুর সুখে।