একটু দেয়া
একটু না দেয়া
একটু খুলে দ্বার
        দিলে উঁকি
জমে গেল চাওয়ার পাহাড় !


এক টুকরো হাসির সাথে
    মিশিয়ে দিয়ে প্রশ্ন অনেক
বললে হেঁসে কি চাও ?


রহস্যটা থাকলো বিঁধে বুকে,


একটু ছুঁয়ে বললে এ’ই নাও
শিহরনের অনেক কিছু বাকি
           স্পর্শে সুখে !


একটু আদর দিয়ে তুমি  
অনাদরে রুদ্ধ করে দ্বার
জমিয়ে দিলে চাওয়ার পাহাড় !


একটু তুমি, একটু পাওয়া
না পাওয়াতে স্থির
আমার ভিতর জমছে, জমে
হাজার চাওয়ার ভীর !
টুকরো হয়ে দিচ্ছ আমায়
টুকরো টুকরো তুমি
সব টুকরো জমিয়ে পাই
শুধু শূন্য ভূমি !